ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দক্ষিণ জেলা এলডিপির ভারপ্রাপ্ত সভাপতি এয়াকুব আলী 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
দক্ষিণ জেলা এলডিপির ভারপ্রাপ্ত সভাপতি এয়াকুব আলী  ...

চট্টগ্রাম: লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও দক্ষিণ জেলা এলডিপির সিনিয়র সহ-সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলীকে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।  

সোমবার (৪ নভেম্বর) রাতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির উপদেষ্টামণ্ডলীর সদস্য অতিরিক্ত দপ্তর সম্পাদক অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি অ্যাড. কফিল উদ্দিন চৌধুরীকে এলডিপির জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়েছে। এমতাবস্থায় এলডিপির গঠনতন্ত্রের বিধি মোতাবেক ১ নভেম্বর হতে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম ইয়াকুব আলীকে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়েছে।

 

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের নির্দেশক্রমে পত্রটি জারি করা হলো।  

এব্যাপারে নবনিযুক্ত ভারপ্রাপ্ত সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী বলেন, আমি এলডিপির প্রতিষ্টালগ্ন থেকেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। আমার উপর দলের প্রেসিডেন্ট ড. অলি আহমদ চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়েছেন তা যেন আমি সততা দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন এবং দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক কার্যক্রমকে আরো শক্তিশালী করতে সবাইকে নিয়ে কাজ করবো।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।