ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বেদিতে জিয়া মঞ্চের শ্রদ্ধা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বেদিতে জিয়া মঞ্চের শ্রদ্ধা 

চট্টগ্রাম: জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বেদিতে শ্রদ্ধা জানিয়েছেন জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর কমিটি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে বিপ্লব উদ্যানে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে এই শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক খোরশেদুল আলম বলেছেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল।

এ সময় উপস্থিত ছিলেন, জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য সচিব ইলিয়াস ফারুক, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন চৌধুরী বকুল, এম.নাছির উদ্দিন, এয়ার মোহাম্মদ আবু, নুর আলম কালু, রাসেল করিম, বন্দর থানা আহ্বায়ক মো.ফরহাদ হোসেন নাহিদ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ মাসুদুজ্জামান রানা, যুগ্ম সম্পাদক মো.দেলোয়ার, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইমরান, আমির হোসেন, মো. রিপন, বাকলিয়া থানার যুগ্ম আহ্বায়ক শাহজামাল রনি, মোহাম্মদ বাদশা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।