ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘দেশবিরোধী অপচেষ্টা হলে জাতীয়তাবাদী শক্তি হাত গুটিয়ে বসে থাকবে না’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
‘দেশবিরোধী অপচেষ্টা হলে জাতীয়তাবাদী শক্তি হাত গুটিয়ে বসে থাকবে না’

চট্টগ্রাম: ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।  

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে চবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর যুবদল নেতা মো. শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে ওয়াসা মোড় থেকে র‍্যালিটি লাভলেইন মোড় হয়ে কাজীর দেউড়ি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. হাসানের সভাপতিত্বে ও যুবদল নেতা মো. রুবেল মিয়ার সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন যুবদল নেতা মো. শহিদুল ইসলাম শহিদ, মীর হোসেন মাসুদ, মামুনুর রশীদ, জাবেদ শাফায়াত, মো. হোসেন, আবুল কালাম, মো. জাহেদ হোসেন, আবদুল্লাহ আল মামুন, মো. রুবেল, মো. জিয়া প্রমুখ।

এ সময় শহিদুল ইসলাম শহিদ বলেন, ১৯৭৫ সালের দেশের এক ক্রান্তিলগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের হাল ধরেছিলেন।

শহীদ জিয়ার আদর্শে দেশের সব ক্রান্তিলগ্নে জাতীয়তাবাদী শক্তি এগিয়ে এসেছে। ৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনেও এই স্পিরিট কাজ করেছে। বিদেশি অপশক্তির বিরুদ্ধে বরাবরই শহীদ জিয়ার অবস্থান ছিল। ২৪-এ ছাত্র জনতার আন্দোলনের ফলে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। ভবিষ্যতে দেশবিরোধী অপচেষ্টা হলে জাতীয়তাবাদী শক্তি হাত গুটিয়ে বসে থাকবে না।

এ সময় নেতাকর্মীরা শহীদ জিয়া এবং ২৪ এর ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আত্মার মাগফেরাত করেন।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।