ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ওবায়দুল কাদেরের সন্ধানে ফ্ল্যাটে তল্লাশি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
ওবায়দুল কাদেরের সন্ধানে ফ্ল্যাটে তল্লাশি! ফাইল ছবি

চট্টগ্রাম: নগরের হালিশহর এলাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আছে সন্দেহে একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়েছে। পরে তাকে না পেয়ে তার স্ত্রীর বড় ভাইকে হেফাজতে নিয়ে ১৬ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয় পুলিশ।

শনিবার (৯ নভেম্বর) রাতে হালিশহর থানার শান্তিবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে তার অন্যতম সহযোগী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নগরের হালিশহর থানার শান্তিবাগ এলাকার একটি ফ্ল্যাটে আছেন, এমন সন্দেহে শনিবার (৯ নভেম্বর) রাতে সেখানে তল্লাশি চালায় পুলিশ।

পুলিশের কাছে শনিবার মধ্যরাতে খবর আসে, ওবায়দুল কাদের হালিশহরের শান্তিবাগ এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে শান্তিবাগ এলাকার বাড়িটিতে অভিযান চালানো হয়। তবে ওই ফ্ল্যাটে ওবায়দুল কাদেরকে পাওয়া না গেলেও তার স্ত্রীর বড় ভাই নুরুল হুদাকে পাওয়া যায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বাংলানিউজকে বলেন, ওবায়দুল কাদের স্ত্রীর বড় ভাই নুরুল হুদাকে শনিবার রাতে হালিশহর থানার শান্তিবাগ এলাকা থেকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তার কাছে কোন তথ্য না থাকায় রোববার বিকেলে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে নুরুল হুদার কাছে তেমন তথ্য পাওয়া যায়নি। নুরুল হুদা জানিয়েছেন, গত ৫ আগস্টের পর থেকে তার সঙ্গে ওবায়দুল কাদেরর কোনো যোগযোগ হয়নি।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।