ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

স্যার আশুতোষ কলেজ রোভার স্কাউট গ্রুপের তাঁবু বাস ও দীক্ষা গ্রহণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
স্যার আশুতোষ কলেজ রোভার স্কাউট গ্রুপের তাঁবু বাস ও দীক্ষা গ্রহণ ...

চট্টগ্রাম: স্যার আশুতোষ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের দুই দিনব্যাপী তাঁবু বাস ও দীক্ষা গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (১০ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে আয়োজিত সমাপনী অনুষ্ঠান রোভার স্কাউট লিডার সুব্রত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতীম ধর।

বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক ফাতেমা উম্মুল খায়ের, গার্ল ইন রোভার স্কাউট লিডার মাকসুদা ইয়াসমিন।

এর আগের দিন শনিবার রাতে অনুষ্ঠিত হয় তাঁবু জলসা। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভার কমিশনার মো. জসিম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র রোভার মেট মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথির ছিলেন সহকারী কমিশনার আফাজুর রহমান, সাবেক সিনিয়র রোভার মেট সাংবাদিক মুজাহিদুল ইসলাম, জেলা রোভার স্কাউট লিডার হাবিবুল্লাহ হিরু, মো. খালেদুর রহমান, হেলাল উদ্দিন টিপু, মো. রাসেল ইমরান, বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি তাওহীদুল ইসলাম,  সাবেক রোভার প্রণয় বড়ুয়া, জাহেদুল ইসলাম, মো. জাহাঙ্গীর, নয়ন দাশ, দিগন্ত নাগ, রনি বিশ্বাস, সাদ্দাম হোসেন, এমরান হোসেন।  

এতে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র রোভার মেট আবু কাইয়ুম, সাগর, মেহেদী হাসান মুন্না, নয়ন দাশ, পাভেল মহাজন, হৃদিতা শীল, আবু নাঈম,  ফাহিম, সৌরভ দত্ত, নুরুদ্দিন,  জয়ন্ত দে,  পুষ্পিতা, আবেদা সুলতানা, শাহিন আক্তার, আসিফ ও মিশু আক্তার।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।