ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্র সফল হবে না’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
‘জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্র সফল হবে না’ ...

চট্টগ্রাম: চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএম জাহেদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রবিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনও কিন্তু থেমে নেই। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচারের দোসররা দেশে-বিদেশে, শাসনে-প্রশাসনে এখনও সক্রিয়।

এই অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না।
তাই আগামী নির্বাচনে জয়ী হতে লোহাগাড়ার প্রতিটি এলাকাকে বিএনপির ভোট ব্যাংকে পরিণত করতে হবে।

সোমবার (১১ নভেম্বর) বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে এ উপলক্ষে  আমিরাবাদ বটতলীর সিটিজেন পার্কের সামনে থেকে একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম আবু সাঈদ চৌধুরী (টিটু)'র সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম আবদুর রহিম।  

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভার বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা নুরুল আলম কোম্পানি,  আরব আমিরাত বিএনপি নেতা ফরিদ আহমদ শাহীন, নাসির আহমদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এজিএম মফিজুর রহমান চৌধুরী, বিএনপি নেতা জাহাঙ্গীর কবির চৌধুরী, আলমগীর কবির চৌধুরী, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সোহেল আরিফ, জাহাঙ্গীর আলম, হারেছ কোম্পানি, নাসির উদ্দিন, জাহেদ হোসেন, মো. সাহাবউদ্দিন, মো. ফরহাদ, কুতুব উদ্দিন, আব্দুল্লাহ আল নোমান, আবু তাহের, মিজানুর রহমান, তৌহিদুল ইসলাম, আবু রাশেদ, হামিদ হোসেন, মিজানুর রহমান নিশান, শহিদুল ইসলাম দুলু, নাজিম উদ্দিন, খায়রুল, তৌহিদ, ইসমাঈল, খোরশেদ, মিনহাজুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।