ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রশ্নফাঁসে চবির সাংবাদিকতা বিভাগে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
প্রশ্নফাঁসে চবির সাংবাদিকতা বিভাগে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি  ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: প্রশ্নফাঁসের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের একটি কোর্সের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এ ঘটনায় ৪১৯ নম্বর কোর্সের পরীক্ষা স্থগিতের পাশাপাশি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে সমাজবিজ্ঞান অনুষদের সাংবাদিকতা বিভাগে প্রশ্নফাঁসের বিষয়টি সামনে আসে।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার (৪ ডিসেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারীর কাছে ফাঁস হওয়া প্রশ্নসহ একটি চিঠি আসে।

পরে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্ন মিল পাওয়া যায়। এ ঘটনায় বিভাগীয় পরীক্ষা কমিটির সুপারিশে ওই কোর্সের পরীক্ষা স্থগিত করা হয়।

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি রওশন আক্তার বলেন, পরীক্ষা কমিটির সুপারিশে আমরা পরীক্ষাটি স্থগিত করেছি। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কর্তৃপক্ষ নেবে।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী বাংলানিউজকে বলেন, প্রশ্নফাঁসের ঘটনায় একটি কোর্সের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে আজ বিকেল ৫টায় জরুরি সিন্ডেকেট সভা আহ্বান করে ইতিমধ্যে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে আছেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, সদস্য আইসিটি সেলের পরিচালক অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী এবং সদস্য সচিব হিসেবে আছেন শিক্ষক নিয়োগ শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. হাছান মিয়া।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।