ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফুটপাত ও পার্কিংয়ের ৩০ দোকান উচ্ছেদ করলো চসিক  

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
ফুটপাত ও পার্কিংয়ের ৩০ দোকান উচ্ছেদ করলো চসিক   ...

চট্টগ্রাম: নগরের আগ্রাবাদ এক্সেস রোডের ফুটপাত ও পার্কিংয়ে স্থাপিত ৩০টি দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।  

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

 

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ বাংলানিউজকে জানান, পথচারী ও যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে আগ্রাবাদ বাদামতলী মোড় সংলগ্ন এক্সেস রোড এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

 

এদিকে বুধবার রাতে কাজীর দেউড়ি এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে চসিক।  

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।