ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইসলাম মানবাধিকার প্রতিষ্ঠা করেছে: চবি ছাত্রশিবির

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
ইসলাম মানবাধিকার প্রতিষ্ঠা করেছে: চবি ছাত্রশিবির ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: সবাই মানবাধিকারের কথা বলে। এমনকি ইসরাইলও মানবাধিকারের জন্য ডোনেশন দেয়।

কিন্তু তাদের মধ্যে মানবাধিকারের চর্চা নেই। অথচ ইসলাম সর্বক্ষেত্রে মানবাধিকার প্রতিষ্ঠা করেছে।
এমনকি যুদ্ধের ময়দানেও। তাই আলোচনার চেয়ে মানবাধিকারের চর্চা হওয়াটা বেশি জরুরি।  

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা আয়োজিত আলোচনা সভায় চবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক এসএম আমজাদ হোসেন এসব কথা বলেন।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট সংলগ্ন শহীদ জোবায়ের মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।  
 
চবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় ও চবি ছাত্রশিবিরের সভাপতি নাহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণের সেক্রেটারি ইব্রাহিম হোসেন রনি।  

আমজাদ হোসেন বলেন, ইসলাম যুদ্ধের ময়দানেও মানবাধিকার প্রতিষ্ঠা করেছে। যার ফলে মানুষ ইসলামকে গ্রহণ করে নিয়েছে। মানুষের মৌলিক অধিকার লঙ্ঘনের কারণে পৃথিবী ধীরে ধীরে বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। তাই আলোচনার চেয়ে মানবাধিকারের চর্চা হওয়াটা বেশি জরুরি।

ইব্রাহিম হোসেন রনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটি শ্রেণি পুঁজিবাদী চেতনা ধারণ করে বিশ্বের অবহেলিত মানুষকে শোষণ করে মানবাধিকার লঙ্ঘন করেছে।

সভায় চবি ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ আলী এবং অফিস সম্পাদক মুহাম্মদ পারভেজসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।