চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অফিস সহকারী উসমান সিকদার হত্যা মামলায় গ্রেপ্তার দুজনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালত শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত বৃহস্পতিবার রাতে ইলেকট্রিশিয়ান ইব্রাহিম খলিল, বাদল মজুমদার ও আরিফকে গ্রেপ্তার করে পতেঙ্গা থানা পুলিশ।
পুলিশ ও আদালত সূত্র জানায়, জবানবন্দিতে ইব্রাহিম খলিল বলেন, ফটিকছড়ির মো. রাসেল নামের একজন উসমান সিকদারের সঙ্গে ৩৭ হাজার রিয়াল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পাচার করানোর চুক্তি করে। কিন্তু পরে উসমান রাসেলকে জানান, রিয়ালগুলো বিমানবন্দরের কর্মকর্তারা তার কাছ থেকে নিয়ে নিয়েছেন। রাসেলের কথামতো বিমানবন্দরের অভিবাসন পার হওয়া যাত্রীর হাতে তুলে দিতে পারেননি। বিমানবন্দরের সিভিল এভিয়েশনের ইলেকট্রিশিয়ান ইব্রাহিম খলিলসহ অন্যরা ভাগ করে নেন। এদিকে রাসেল তার রিয়ালের জন্য চাপ দিতে থাকেন। তখন উসমান রিয়ালগুলো ভাগ-বাটোয়ারায় কারা জড়িত তা বলে দেবেন বলে হুমকি দেন। এতে ক্ষিপ্ত হন বিমানবন্দরের জড়িত কর্মচারীরা।
গত বুধবার রাত তিনটার দিকে বিমানবন্দরসংলগ্ন সরকারি কোয়ার্টারের বাসা থেকে উসমান সিকদারকে তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন বৃহস্পতিবার সকালে বিমানবন্দরসংলগ্ন লিংক রোড থেকে উসমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের ভাই এমরান সিকদার বাদী হয়ে নগরের পতেঙ্গা থানায় হত্যা মামলা করেন।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, বিমানবন্দরের অফিস সহকারী উসমান সিকদার হত্যা মামলায় গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করতে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
এমআই/টিসি