চট্টগ্রাম: বোয়ালখালীতে ছিনতাইয়ে শিকার হয়েছেন রুম্পা সাহা (২৭) নামে গ্রামীণ ব্যাংকের এক নারী কর্মকর্তা।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার আরাকান সড়কের আমতল এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি উপজেলার গ্রামীণ ব্যাংক কধুরখীল শাখার কেন্দ্র ব্যবস্থাপক। রুম্পা খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার রণজিত সাহার মেয়ে।
এ ঘটনায় গুরুতর আহত রুম্পা সাহা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, আহত অবস্থায় রুম্পাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা জেনারেল হাসপাতালে হাসপাতালে ভর্তি করো হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ ঘটনায় আমরা থানা পুলিশকে মৌলিকভাবে জানিয়েছি। কালকে সকালে লিখিত অভিযোগ দিবো।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা বাসসকে বলেন, দুপুরের দিকে রুম্পা নামের এক নারীকে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বাংলানিউজকে বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। টহল পুলিশ সার্বক্ষণিক মাঠে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
বিই/পিডি/টিসি