ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাংবাদিক-শিক্ষার্থীর ওপর আ.লীগ নেতার হামলা, শাস্তির দাবি জামায়াতের 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
সাংবাদিক-শিক্ষার্থীর ওপর আ.লীগ নেতার হামলা, শাস্তির দাবি জামায়াতের  আহতদের হাসপাতালে দেখতে যান শাহজাহান চৌধুরী

চট্টগ্রাম: লোহাগাড়ায় সাংবাদিক ওমর ফারুক মাসুম (২৯) ও আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবুর রহমান শহিদের (২৫) ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতকানিয়া লোহাগাড়ার সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। একইসঙ্গে এ ঘটনায় জড়িত আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে প্রশাসনের কাছে এ দাবি জানান তিনি।

তিনি বলেন, আমরা বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি দেশবিরোধী স্বৈরাচারের দোসর কলাউজান ইউনিয়নের কুখ্যাত সন্ত্রাসী ও ইউপি সদস্য হাবিবুর রহমান এবং তার লালিত-পালিত সন্ত্রাসী বাহিনী এই সশস্ত্র হামলা চালিয়েছে।

তিনি বলেন, সাংবাদিকের ওপর হামলার ধরনের ঘটনা দেশের গণমাধ্যমের স্বাধীনতাকে আরও সংকুচিত করবে ও জনগণের বাক স্বাধীনতাকে হুমকির মুখে ফেলবে। আমি পরিকল্পিত এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি দেশে প্রতিনিয়ত সাংবাদিকদের লাঞ্ছিত, হুমকি ও মারধরসহ নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। যা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে বাধা এবং স্বাধীন গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার পরিপন্থী। এসব ঘটনার কোনো বিচার না হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে এবং ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। সাংবাদিকদের সুরক্ষায় দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান, ডা. মাহমুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল, শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী আরমান, মির্জা তামিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।