চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি গুলি করে ছাত্র-জনতা হত্যাকারী চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা মিঠুন চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) ফেনী জেলা থেকে নগরের পাঁচলাইশ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি গুলি করে ছাত্র-জনতা হত্যাকারী মিঠুন চক্রবর্তীকে ফেনী জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে বারটায় সিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. রইছ উদ্দিন স্যার বিস্তারিত জানাবেন।
বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
এমআই/টিসি