আবছার উদ্দিন
চট্টগ্রাম: বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে লোহাগাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আবছার উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার চুনতি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আবছার উদ্দিন, একই উপজেলার সদর ইউনিয়নের সাতগড়িয়াপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বাংলানিউজকে বলেন, আবছার উদ্দিনকে চুনতি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আবছারকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। সার্ভারে সমস্যা থাকার কারণে তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে জানা যায়নি। তবে তার বিরুদ্ধে থানায় আরও মামলা থাকতে পারে। গ্রেপ্তার দেখানোর মামলায় রিমান্ড আবেদন করা হবে।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
এমআই/পিডি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।