চট্টগ্রাম: সমাজসেবক ও লেখক মুসলেহ্উদ্দিন মুহম্মদ বদরুল আর নেই। শনিবার (২৮ ডিসেম্বর) দিনগত রাত ২টা ১৮ মিনিটে একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিশিষ্ট শিক্ষাবিদ মৌলভি মুহম্মদ হাফিজুর রহমান বিএবিটির চতুর্থ ছেলে মুসলেহ্উদ্দিন মুহম্মদ বদরুল মোহাম্মদপুর মহিউল উলুম দাখিল মাদ্রাসা ও মোয়াজ্জিন বাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি ছিলেন।
তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর প্রকাশিত বই 'অবসরে অন্তহীন ভাবনা', 'আমার দেখা আরব আমিরাত' ইত্যাদি।
বাদ জোহর রাউজান মোহাম্মদপুর মহিউল উলুম মাদরাসা মাঠে (ঈদগাহ) প্রথম জানাজা, এরপর মোয়াজ্জিন বাড়ি জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এআর/টিসি