ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পাখি বিক্রির ব্যবসা, দম্পতিসহ ৩ জন আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৫
পাখি বিক্রির ব্যবসা, দম্পতিসহ ৩ জন আটক ...

চট্টগ্রাম: নগরের আলকরণ এলাকার একটি বাসা থেকে পাখি বিক্রির ব্যবসায় জড়িত দম্পতিসহ ৩ জনকে আটক করেছে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে নগরের আলকরণ এলাকার ৩ নম্বর গলির একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় উদ্ধার করা হয় খাঁচায় বন্দী বেশ কিছু পাখি।

আটককৃতরা হলেন- মো. হোসেন মিন্টু (৪৫), তার স্ত্রী রানী আক্তার (৩০) ও সহযোগী মো. হৃদয় (৩০)।

 

অভিযানে নেতৃত্ব দেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রামের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য। তিনি জানান, আটককৃতরা পাখিগুলো দোকানে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তারা দীর্ঘদিন যাবৎ পাখি বিক্রির ব্যবসার সঙ্গে জড়িত।

অভিযানে দোতলা বাসা থেকে ১৬টি টিয়া ও ৯টি শালিক উদ্ধার করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে পাখি খাঁচায় বন্দী ও বিক্রি করা অপরাধ বলে জানান তিনি। তিনজনের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।