চট্টগ্রাম: চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য দৈনিক কালের কণ্ঠ চট্টগ্রাম ব্যুরো এর সাবেক সিনিয়র রিপোর্টার রাশেদুল তুষারের পিতা মোহাম্মদ আবুল কালাম (৭৫) ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেছেন।
শনিবার (৪ জানুয়ারি) বিকেলে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মরহুম আবুল কালাম চট্টগ্রাম নগরীর হালিশহর হাউজিং এ্যাস্টেটের এ-ব্লকের বাসিন্দা ছিলেন। শনিবার বাদ এশা জানাজার নামাজ শেষে হালিশহর এলাকার কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে আবুল কালামের মৃত্যুতে পৃথক শোক জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (সিইউসিএজেএএ)।
এক শোকবার্তায় সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (সিইউসিএজেএএ) সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম শিমুল ও সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিন আলমগীর মিলনের দেওয়া শোক বার্তায় জানানো হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (সিইউসিএজেএএ)-এর অর্থ সম্পাদক ও ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী দৈনিক কালের কণ্ঠের সাবেক সিনিয়র রিপোর্টার রাশেদুল হাসান তুষারের পিতা মো. আবুল কালামের মৃত্যুতে সিইউসিএজেএএ পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর আকষ্মিক মৃত্যুতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গভীর সমবেদনা জ্ঞাপন করছে। আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। একইসঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সমানুভূতি জ্ঞাপন করছি।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৪
এমআই/টিসি