ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হত্যা মামলায় সাবেক এমপি লতিফের রিমান্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
হত্যা মামলায় সাবেক এমপি লতিফের রিমান্ড

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে সায়মান মাহিন (১৬) নামে এক কিশোর নিহতের মামলায় চট্টগ্রাম-১১ বন্দর পতেঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য এমএ লতিফকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৮ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম আদালত  শুনানি শেষে এই আদেশ দেন।

আদালত সূত্র জানা যায়, নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচা বাজার এলাকায় ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে গুলিতে নিহত হন সায়মান মাহিন নামের এক কিশোর। এই ঘটনায় তার বন্ধু বাদী হয়ে মামলা করেন।

মামলার রহস্য উদঘাটন, ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার, নির্দেশদাতা, অর্থদাতা ও অস্ত্র সরবরাহকারীদের সম্পর্কে তথ্য সংগ্রহ, ঘটনায় জড়িত বাকি আসামিদের শনাক্তের জন্য এমএ লতিফকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম রিমান্ড আবেদনে উল্লেখ করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, চান্দগাঁও থানার হত্যা মামলায় এমএ লতিফকে জিজ্ঞাসাবাদ করতে মামলার তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, নগরের বায়েজিদ বোস্তামী মাজার গেইট এলাকা থেকে গত ১৭ আগস্ট এমএ লতিফকে গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশ। পরে তাকে ডবলমুরিং থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহতের মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।