চট্টগ্রাম: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, শিক্ষকদের মানোন্নয়ন হয়েছে। কিন্তু সাক্ষরতার ক্ষেত্রে উন্নয়ন হয়নি।
রোববার (২৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আয়োজিত প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিভিন্ন জাতির বিভিন্ন ধরনের সম্পদ থাকে কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ জনসম্পদ। এই সম্পদকে যদি কাজে লাগাতে না পারি তাহলে আমাদের কোনো ভবিষ্যৎ নেই। সবগুলো বেসরকারি বিদ্যালয়কে আমরা নিবন্ধনের আওতায় নিয়ে আসার কাজ করছি। সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে কিছু দাবি-দাওয়া ছিল। নিবন্ধন সহজ করার দাবি ছিল, আমরা সেটাও করেছি। সরকারি-বেসরকারি সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে আমার পাঠ্যপুস্তক দিয়ে থাকি। তাহলে আমরা শর্ত আরোপ করতে পারি, রেজিস্ট্রেশন না থাকলে আপনি পাঠ্যপুস্তক পাবেন না।
তিনি বলেন, প্রাথমিকের কাজ হলো একটা মানুষকে সাক্ষর করে তোলা। আমাদের কথ্যভাষা, লেখ্য ভাষা, গাণিতিক ভাষায় সাক্ষর করে তোলা।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা ও অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল হাকিম।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
বিই/টিসি