ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম প্রেসক্লাব নির্বাচন

সভাপতি কলিম, সাধারণ সম্পাদক মহসিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
সভাপতি কলিম, সাধারণ সম্পাদক মহসিন বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে কলিম সরওয়ার সভাপতি, মহসিন চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার রাতে নির্বাচন পরিচালনা পরিষদের প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক ওমর কায়সার ফলাফল ঘোষণা করেন।



চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচিত কর্মকর্তারা হলেন-সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল মনসুর, সহ সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দীন চৌধুরী, অর্থ সম্পাদক তাপস বড়ুয়া রুমু, সাংস্কৃতিক সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, ক্রীড়া সম্পাদক গোলাম মাওলা মুরাদ, গ্রন্থাগার সম্পাদক পদে মো. শওকত ওসমান, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর সবুজ।

কার্যকরী সদস্য ফারুক ইকবাল, মোয়াজ্জেমুল হক, শামসুল হক হায়দরী, শহীদ-উল-আলম নির্বাচিত হয়েছেন।


বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।