ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

তীর ও দাদা সয়াবিনকে ২৪ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
তীর ও দাদা সয়াবিনকে ২৪ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম: ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ এবং ‘ডি’ না থাকার অভিযাগে দাদা সয়াবিন তেল ও তীর সয়াবিন তেলকে ২৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার নগরীর উত্তর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এ দুইটি ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।



সকাল ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত যৌথভাবে ভেজালবিরোধী এ অভিযান চালায় বিএসটিআই ও র‌্যাব। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরওয়ার আলম।


বিএসটিআই’র চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা মো. শাফায়াত হোসেন বাংলানিউজকে বলেন, ভোজ্যতেলে নির্দিষ্ট  পরিমাণে ভিটামিন যুক্ত করার বিষয়টি সরকারিভাবে বাধ্যতামূলক করা হয়েছে।   কিন্তু তা না মেনে কিছু প্রতিষ্ঠান ভিটামিনবিহীন তেল ভোক্তাদের হাতে তুলে দিচ্ছে।   তাই ভোজ্যতেল প্রতিষ্ঠানগুলোতে ভেজালবিরোধী এ অভিযান চালানো হয়েছে।

অভিযানে উত্তর পতেঙ্গা এলাকায় ইলিয়াস ব্রাদার্স (এমইবি) গ্রুপের দাদা সয়াবিন তেলকে ২০ লাখ টাকা ও সিটি গ্রুপের তীর সয়াবিন তেলকে চার লাখ টাকা জরিমান করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
টিএইচ/আইএসএ/টিসি

** অনিয়মের দায়ে সেন্ট্রাল হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।