চট্টগ্রাম: নগরীর পূর্ব নাসিরাবাদ সিডিএ অ্যাভিনিউতে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ১৭তম শাখা রোববার (২৭ ডিসেম্বর) বিকালে উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে এক সুধী সমাবেশ ব্যাংক কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও বাদশা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ঈসা বাদশা মহসীন, পরিচালক মাস্টার আবুল কাশেম, মো. জামাল উল্লাহ, দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক, শাখা ব্যবস্থাপক ও এভিপি আসাদ আল জুবেরীসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ফিতা কেটে ব্যাংকের উদ্বোধন এবং অনুষ্ঠানের শুরুতে ব্যাংকের সাফল্য ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এআর/টিসি