চট্টগ্রাম: নগরীর আকবর শাহ থানার সিটি গেট এলাকা থেকে ৮৯ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গাঁজাগুলো পিকআপ ভ্যানে করে কুমিল্লা থেকে চট্টগ্রাম নগরীতে নিয়ে আসছিল।
রোববার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ অভিযান চালানো হয়।
আটক দু’জন হল, পিকআপ ভ্যানের চালক কুমিল্লার হাসান মিয়া (২০) এবং তার সহকারি নীলফামারির আব্দুল আজিজ (২১)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের পরিদর্শক আবুল কাশেম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করা হয়েছে। কুমিল্লা থেকে গাঁজাগুলো নগরীতে বিক্রির জন্য নিয়ে আসা হচ্ছিল।
উদ্ধার করা গাঁজার আনুমানিক দাম আট লক্ষ ৯০ হাজার টাকা বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
আরডিজি/টিসি