চট্টগ্রাম: নগরীর বাকলিয়া থানার বৌবাজার এলাকায় লাভলি আকতার (২৭) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার দুপুরে গলায় ফাঁস লাগানো লাভলির অচেতন দেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাকলিয়া থানার উপ-পরিদর্শক বেলাল উদ্দিন বাংলানিউজকে বলেন, স্থানীয় সূত্রে খবর পেয়ে আমরা খবর পেয়ে আমরা ওই গৃহবধূর ভাড়াবাসায় যাই। তার স্বজনরা সবাই চমেক হাসপাতালে চলে যাওয়ায় পারিবারিক কলহ কিংবা কী কারণে গৃহবধূ গলায় ফাঁস দিয়েছেন এখনো জানা যায়নি।
তিনি জানান, প্রতিবেশীরা জানিয়েছেন লাভলির স্বামীর নাম মিজান। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া বাংলানিউজকে জানান, বাকলিয়া বৌবাজার থেকে গৃহবধূ লাভলিকে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২১ডিসেম্বর ২৮, ২০১৫
এআর/টিসি