ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে গাউছুল আজম কনফারেন্স শুরু

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
চট্টগ্রামে গাউছুল আজম কনফারেন্স শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালদীঘি ময়দান থেকে: হাফেজ মুহাম্মদ আল আমীনের কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে গাউছুল আজম কনফারেন্স।  

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুর একটায় নগরীর লালদিঘী ময়দানে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের বাস্তবায়নে আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ তাকরির শুরু করেছেন।

 

মুহাম্মদ ফয়জুল মামুন খানের সঞ্চালনায় পবিত্র নাতে মোস্তফা (সা.) পেশ করেন শায়েল ছৈয়্যদ মুহাম্মদ নাছির উদ্দীন এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদ আওলাদে মোস্তফা (সা.) খলিফায়ে রাসুল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম মাদ্দাজিল্লুহুল আলীর পবিত্র শান মোবারকে পবিত্র ক্বছিদা শরীফ পেশ করেন শায়ের মুহাম্মদ আলী ও মুহাম্মদ ইখতিয়ার উদ্দীন।

কনফারেন্সের প্রধান অতিথি আল্লামা অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব বাদে ইশা হতে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
কনফারেন্স সভাপতিত্ব করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুর।

এতে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব হযরতুলহাজ্ব অধ্যক্ষ আল্লামা শাব্বীর আহমদ মোমতাজী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম তালুকদার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম (যুগ্ম সচিব), চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সুফিয়ান, এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নেজাম উদ্দিন ও মদীনা ট্যানারিজের স্বত্ত্বাধিকারী আবু আহমদ। প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া।

অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন রাজনৈতিক ব্যক্তিত্ব মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. এস এম রফিকুল আলম, ইসলামিক স্টাডিজ বিভাগের ড. মুহাম্মদ এনামুল হক মোজাদ্দেদী, ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স এন্ড ফিসারিজের প্রভাষক মোহাম্মদ সাইদুল ইসলাম সরকার, ফার্মেসি বিভাগের প্রভাষক রমিজ আহমেদ সুলতান, চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবুল হাসান ও গাছবাড়ীয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ কামরুল ইসলাম।

আরও বক্তব্য রাখবেন, আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহীম হানফি, আল্লামা মুফতি আনোয়ারুল আলম ছিদ্দিকি, উপাধ্যক্ষ আল্লামা বদিউল আলম আহমদী, আল্লামা মোহাম্মদ আশেকুর রহমান, আল্লামা এমদাদুল হক মুনিরী, মাওলানা সেকান্দর আলী ও মাওলানা মুহাম্মদ ফোরকান।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।