ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মেয়াদোত্তীর্ণ রি-এজেন্টে রোগ নির্ণয়

সেনসিভ, বেলভিউ, ডায়াসনিক ও ল্যাব এক্সপার্টে চলছে প্রতারণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
সেনসিভ, বেলভিউ, ডায়াসনিক ও ল্যাব এক্সপার্টে চলছে প্রতারণা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ডাক্তারপাড়া খ্যাত জামালখান এলাকার অভিজাত সব ডায়াগনস্টিক সেন্টারে চলছে রোগী ও অভিভাবকদের সঙ্গে প্রতারণা। মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট (কেমিক্যাল) দিয়েই দামি দামি সব পরীক্ষার রিপোর্ট দেওয়া হচ্ছিল।



সোমবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এমন পুকুরচুরি ধরা পড়ে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরওয়ার আলমের নেতৃত্বে সাড়ে ১৭ লাখ টাকা জরিমানা গুণতে হলো চারটি ডায়াগনস্টিক সেন্টারকে।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব), জেলা সিভিল সার্জন ও ওষুধ প্রশাসনের প্রতিনিধির উপস্থিতিতে এ অভিযান চালানো হয়।

ম্যাজিস্ট্রেট সরওয়ার বাংলানিউজকে জানান, জামালখান সড়কের সেনসিভে প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়া গেছে। তাই প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়ায় বেলভিউকে ৫ লাখ টাকা, ডায়াসনিককে ২ লাখ টাকা ও ল্যাব এক্সপার্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০, ডিসেম্বর ২৮, ২০১৫
এআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।