ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘তরিক্বত চর্চার মাধ্যমে নিজেকে অপরাধমুক্ত রাখা সম্ভব’

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
‘তরিক্বত চর্চার মাধ্যমে নিজেকে অপরাধমুক্ত রাখা সম্ভব’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালদীঘি ময়দান থেকে: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আবুল মনছুর বলেছেন, তরিক্বত চর্চার মাধ্যমে একজন শিক্ষার্থী নিজেকে অপরাধমুক্ত রাখতে পারে।  

সোমবার (২৮ ডিসেম্বর) নগরীর লালদীঘি ময়দানে অনুষ্ঠিত গাউছুল আজম কনফারেন্সে একথা বলেন তিনি।

  পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে মুনিরীয়া যুব তবলীগ কমিটি এ কনফারেন্সের আয়োজন করেছে।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ছাত্রজীবন থেকে আমি গাউছুল আজমের মকবুল এ তরিক্বতের সঙ্গে সম্পৃক্ত।
গাউছুল আজমের তাওয়াজ্জুহর প্রভাবে স্মৃতিশক্তি হয় প্রখর। শিক্ষাজীবনে তরিক্বত চর্চার মাধ্যমে একজন শিক্ষার্থী সন্ত্রাস, মাদকসহ নানা অপরাধমূলক কর্মকান্ড থেকে নিজেকে মুক্ত রাখতে পারে।

কনফারেন্সে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের বিভিন্ন শাখাকে তরিক্বতের এশায়াত কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ সনদ প্রদান করেন কেন্দ্রীয় পরিষদের মহাসচিব ও ফটিকছড়ি নানুপুর লায়লা কবির কলেজের অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া।

এর মধ্যে আদর্শ শাখা নির্বাচিত হওয়ায় ১৩নং শাখার পক্ষ থেকে সনদ গ্রহণ করেন মুহাম্মদ হাসান ও সেলিম, আধুনিক শাখা নির্বাচিত হওয়ায় ১নং উত্তর রাউজান শাখার পক্ষ থেকে সনদ গ্রহণ করেন মুহাম্মদ রবিউল হোসেন লিটন, শিক্ষাঙ্গন পর্যায়ে আদর্শ শিক্ষাঙ্গন নির্বাচিত হওয়ার সনদ গ্রহণ করেন ৮৩নং আর্যমৈত্রেয় উচ্চ বিদ্যালয় শাখার সভপতি এম এ সাঈদ জনি, আন্তর্জাতিক পর্যায়ে তরিক্বতের এশায়াত কার্যক্রমে অবদানের স্বীকৃতির সনদ গ্রহণ করেন যৌথভাবে সালতানাত অব ওমানের ১৬১নং ওয়াদি আল কবির শাখা এবং সংযুক্ত আরব আমিরাতের ৬৯নং মোছাফ্ফা শাখার সচিব মুহাম্মদ শাহ জাহান ও জানে আলম।

আলোচনায় অংশগ্রহণ করেন আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহীম হানফি, উপাধ্যক্ষ আল্লামা বদিউল আলম আহমদী, আল্লামা এমদাদুল হক মুনিরী, মাওলানা সেকান্দর আলী ও মাওলানা মুহাম্মদ ফোরকান।

কনফারেন্সস্থলে আছরের নামাজের ইমামতি করেন মুনিরীয়া তবলীগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের সচিব আল্লামা মুফতি ইব্রাহিম হানফী। নামাজের পর থেকে কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা কাজী আনোয়ারুল আলম ছিদ্দিকী তাকরির শুরু করেছেন।

মঞ্চে উপস্থিত আছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. এস এম রফিকুল আলম, গাছবাড়ীয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ কামরুল ইসলাম।

কনফারেন্সের প্রধান মেহমান আল্লামা অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব বাদ এশায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময় : ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
আইএসএ/টিসি

** চট্টগ্রামে গাউছুল আজম কনফারেন্স শুরু
** গাউছুল আজম কনফারেন্স সোমবার লালদীঘি মাঠে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।