ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৫২ হাজার পিস ইয়াবাসহ কাভার্ডভ্যান আটক, গ্রেফতার ২

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
৫২ হাজার পিস ইয়াবাসহ কাভার্ডভ্যান আটক, গ্রেফতার ২ ছবি: প্রতীকী

চট্টগ্রাম: নগরীর বাকলিয়া থানার রাজাখালী মীর ফিলিং স্টেশনের সামনের রাস্তা থেকে ৫২ হাজার পিস ইয়াবা একটি কাভার্ডভ্যান আটক এবং দুজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সন্ধ্যায় অধিদপ্তরের মেট্রো উপ-অঞ্চলের পরিদর্শক মো. ইব্রাহিম খান এ অভিযানে নেতৃত্ব দেন।



ইব্রাহিম খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাভার্ডভ্যানটিকে (চট্টমেট্রো ট ১১-৪৯৭০) চ্যালেঞ্জ করা হয়। এরপর তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এ সময় লক্ষ্মীপুরের শাহজাহান (২৭) ও কক্সবাজারের মো. মানিককে (২০) আটক করা হয়। তারা এসব ইয়াবা টেকনাফ থেকে চট্টগ্রাম শহরে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিল।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উদ্ধার করা ইয়াবা, কাভার্ডভ্যান ও দুই আসামিকে বাকলিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৪, ডিসেম্বর ২৮, ২০১৫
আরডিজি/এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।