ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আলী মর্তুজার মৃত্যুবার্ষিকীতে চবি ছাত্রলীগের নানা কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
আলী মর্তুজার মৃত্যুবার্ষিকীতে চবি ছাত্রলীগের নানা কর্মসূচি আলী মর্তুজা চৌধুরী

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আলী মর্তুজা চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (২৯ ডিসেম্বর)।   এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করবে চবি ছাত্রলীগ।



কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আলী মর্তুজা চৌধুরীর কবরে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে তার খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মিছিল ও সমাবেশ, দুপুর একটায় চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদান এবং দুপুর দেড়টায় চাকসু মসজিদে মিলাদ মাহফিল।

চবি শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক এইচএম ফজলে রাব্বী এক বিবৃতিতে এসব কর্মসূচির কথা জানান।


বাংলাদেশ সময় ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।