লালদিঘী ময়দান থেকে: লালদীঘি ময়দানে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্সে নবী প্রেমিকদের ঢল নেমেছে।
সকাল থেকেই চট্টগ্রামের সব উপজেলা, কক্সবাজার, মহেষখালী, চকরিয়া, ফেনী, কুমিল্লা, বি-বাড়িয়া, ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান গাড়িযোগে লালদীঘি ময়দানে জমায়েত হতে শুরু করে।
মাগরিবের আগেই কনফারেন্সস্থল লালদীঘি ময়দান ছাড়িয়ে আশপাশের এলাকা জেল রোড, কেসিদে রোড, কোতোয়ালী মোড় এবং তৎসংলগ্ন উঁচু ভবনের ছাদ ও সড়ক জনসমুদ্রে রূপ নেয়।
এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখছেন, চট্রগ্রাম পুলিশ কমিশনার আব্দুল জলিল মন্ডল।
ঢাকা প্রেসিডেন্সী ইউনিভার্সিটির সাবেক ভিসি প্রফেসর ড. মুহাম্মদ হারুন-অর রশীদ, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ আল্লামা শাব্বীর আহমদ মোমতাজী, কাতার থেকে আগত ছালেম মোহাম্মদ হাদী আল হাজেরী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম তালুকদার, এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নেজাম উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. এস এম রফিকুল আলম, ইসলামিক স্টাডিজ বিভাগের ড. মুহাম্মদ এনামুল হক মোজাদ্দেদী, গাছবাড়ীয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ কামরুল ইসলাম, নাজির হাট কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মুহাম্মদ গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মুহাম্মদ নাসির উদ্দীন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।
সভায় অন্যান্যের মধ্যে সংগঠনের মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া, আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহীম হানফি, আল্লামা মুফতি আনোয়ারুল আলম ছিদ্দিকি, উপাধ্যক্ষ আল্লামা বদিউল আলম আহমদী, আল্লামা মোহাম্মদ আশেকুর রহমান, আল্লামা এমদাদুল হক মুনিরী, মাওলানা সেকান্দর আলী ও মাওলানা মুহাম্মদ ফোরকান প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫