চট্টগ্রাম: অষ্টম জাতীয় পে-স্কেলে মর্যাদার অবনমনের প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মকর্তারা। সোমবার বেলা দুইটা থেকে আড়াইটা পর্যন্ত ভবনের প্রধান ফটকের ভেতরে অবস্থান করেন তারা।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যৌক্তিক সময়ের মধ্যে দাবি মেনে নেওয়ার জন্য ২৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
দাবিগুলো হচ্ছে অষ্টম জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গেজেটে বাংলাদেশ ব্যাংককে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বা কেন্দ্রীয় ব্যাংকের মর্যাদায় পৃথকভাবে উল্লেখ করা, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সর্বোচ্চ পদ ‘নির্বাহী পরিচালক’কে জাতীয় বেতন স্কেলে প্রথম গ্রেডে উন্নীতকরণ ও অন্য পদগুলোর বেতন গ্রেড ক্যাডার সার্ভিসের পদবিন্যাস অনুযায়ী নির্ধারণ এবং কেন্দ্রীয় ব্যাংকে যোগদানকারী সহকারী পরিচালক হিসেবে প্রবেশ পদ জাতীয় বেতন স্কেলে নবম গ্রেডের পরিবর্তে ক্যাডার সার্ভিস ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো অষ্টম গ্রেডে নির্ধারণ।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এআর/টিসি