ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সরকারি স্কুলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
সরকারি স্কুলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

চট্টগ্রাম: নগরীর নয়টি সরকারি স্কুলের পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল সোমবার (২৮ডিসেম্বর) মধ্যরাতে প্রকাশিত হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের ওয়েব‍সাইটে (www.eductg.gov.bd) এ ফলাফল পাওয়া যাচ্ছে।

 

জেলা প্রশাসন সূত্র জানায়, উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএমএস’র মাধ্যমেও ফলাফল জানিয়ে দেওয়া হবে।

সূত্র আরও জানায়, সরকারি স্কুলগুলোতে এবার পাঁচটি শ্রেণিতে মোট তিন হাজার ৫৫৬টি আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে।
এর মধ্যে ৫ম শ্রেণিতে ১ হাজার ৯২০ জন, ষষ্ঠ শ্রেণিতে ৬৫৫ জন, সপ্তম শ্রেণিতে ৪৫ জন, অষ্টম শ্রেণিতে ১৬৫ জন এবং নবম শ্রেণিতে ৭৭১জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

তবে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হলেও নবম শ্রেণিতে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করানো হবে।

এর আগে ২২ ডিসেম্বর পঞ্চম ও অষ্টম শ্রেণির এবং ২৬ ডিসেম্বর ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।