ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘নৃত্যে নন্দিত রূপ’

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
‘নৃত্যে নন্দিত রূপ’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বলেছেন, চট্টগ্রামে যে সাংস্কৃতিক আন্দোলন বহমান সেখানে বিংশ শতাব্দীর ত্রিশ দশক থেকে নৃত্যের এক বিশেষ ভূমিকা রয়েছে। সঙ্গীতের মতো নৃত্যও মানুষের অন্তর্জগতকে আপ্লুত ও আলোকিত করে।



সোমবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এক নৃত্যানুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সঞ্চারী নৃত্যকলা অ্যাকাডেমির সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে ‘নৃত্যে নন্দিত রূপ’ শীর্ষক এ জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অ্যাকাডেমির পরিচালক নৃত্যশিল্পী স্বপন বড়ুয়ার পরিচালনায় নৃত্যানুষ্ঠানের উদ্বোধন করেন ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ ও চ্যানেল আই ব্যুরো চিফ চৌধুরী ফরিদ।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন সালেহ ববি জন। আলোকসজ্জায় পরিচালনা করে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।