চট্টগ্রাম: নগরীর আগ্রাবাদের সিঙ্গাপুর মার্কেটে নরেন ইউনানি মেডিক্যাল হল নামের একটি ওষুধের গুদাম সিলগালা ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ম্যাজিস্ট্রেট রুহুল আমীন বাংলানিউজকে জানান, সিঙ্গাপুর মার্কেটের ওই প্রতিষ্ঠানটি ডিপো লাইসেন্স ছাড়াই ওষুধ গুদামজাত করছিল।
তিনি জানান, মো. ইউসুফ নবী ভ্রাম্যমাণ আদালতকে জানিয়েছেন তাদের সমিতির জনৈক ব্যক্তিকে লাইসেন্সের জন্য চার-পাঁচ মাস আগে কাগজপত্র দিলেও এখনো তা দেয়নি।
লাইসেন্স গ্রহণের পর প্রতিষ্ঠানটি পুনরায় চালুর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট।
এক প্রশ্নের জবাবে রুহুল আমীন বাংলানিউজকে জানান, জনস্বাস্থ্য ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন মেয়াদোত্তীর্ণ, অননুমোদিত ওষুধ বিক্রি, বাজারজাত করা, ভুয়া ডাক্তার, ফিজিশিয়ান স্যাম্পল ও সরকারি ওষুধ বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করতে নির্দেশনা দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এআর/টিসি