ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মিরসরাই পৌরসভায় আ’লীগের গিয়াস জয়ী

মুহাম্মদ রিগ্যান উদ্দিন, উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
মিরসরাই পৌরসভায় আ’লীগের গিয়াস জয়ী গিয়াস উদ্দিন

মিরসরাই (চট্টগ্রাম) থেকে: আওয়ামী লীগের প্রার্থী গিয়াস উদ্দিন মিরসরাই পৌরসভায় বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ২৯২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রফিকুল পারভেজ (ধানের শীষ) পেয়েছেন ৪৭৫ ভোট। এ ছাড়া হাতপাখা প্রতীকের আরিফ মইনউদ্দিন পেয়েছেন ৩৪ ভোট।
মোট ভোট পড়েছে ৭ হাজার ৮৪৭টি, ৭০ দশমিক ৯২ শতাংশ।

রিটানিং কর্মকর্তা জিয়া আহম্মেদ সুমন জানান, মিরসরাই পৌরসভায় মোট মেয়র প্রার্থী ছিলেন তিনজন। তারা হলেন আওয়ামী লীগের এম গিয়াস উদ্দিন (নৌকা), বিএনপির এজেডএম রফিকুল পারভেজ (ধানের শীষ) ও ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ মির্জা আরিফ মইন উদ্দিন (হাতপাখা)। বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এম গিযাস উদ্দিন।

সহকারী রিটার্নিং অফিসার তোফায়েল হোসেন জানান, মিরসরাই পৌরসভার নয়টি ওয়ার্ডে ভোটার ছিল ১১ হাজার ৬৫ জন। এর মধ্যে মহিলা ভোটার ৫ হাজার ৫০১ ও পুরুষ ভোটার ৫ হাজার ৫৬৪ জন। মোট ভোট কেন্দ্র ছিল ৯টি, ভোট কক্ষ (বুথ সংখ্যা) ২৭টি ও অস্থায়ী ভোট কেন্দ্র ১টি।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।