প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয় মেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা। এসময় তিনি বলেন, ডিসেম্বর বাঙালির অহংকার ও বিজয়ের মাস।
সভাপতির বক্তব্যে রামু মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন কমিটির চেয়ারম্যান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, বিজয় একদিনে অর্জিত হয়নি।
মেলা উদযাপন পরিষদের মহাসচিব উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, বাঙালি হিসেবে আমরা গর্বিত। মাতৃভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি। এ অর্জন আমাদেরকে ধরে রাখতে হবে।
রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া ও স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাফর আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট সুলতানুল আলম, মহিলা সম্পাদিকা মুসরাত জাহান মুন্নি, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, জেলা পরিষদের নির্বাচিত সদস্য চেয়ারম্যান শামসুল আলম, নুরুল হক কোম্পানি, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরাল হেলাল, সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী।
এতে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধিত করা হয়। সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের মধ্যে রামু উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক চেয়ারম্যান, ডেপুটি কমান্ডার রনধির বড়ুয়া, সিরাজুল হক রেজা, মাস্টার ফরিদ আহমদ, মমতাজুল হক, আবুল কালাম আযাদসহ অনেকেই উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন রামু স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোজাফ্ফর আহমদ হেলালী, শ্রমিকলীগ সভাপতি নুরুল কবির হেলাল, অগ্রযাত্রার চেয়ারম্যান নীলিমা আকতার চৌধুরী, মৎসজীবী লীগের সহ সভাপতি আনছারুল হক ভুট্টো, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, সোহরাব কামাল জাবেদ।
বাংলাদেশ সময়: ১০৪৬ ঘন্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
টিটি/আইএসএ/টিসি