ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিজয় দিবসে গ্রেফতার ২১ শিবির কর্মী রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
বিজয় দিবসে গ্রেফতার ২১ শিবির কর্মী রিমান্ডে

চট্টগ্রাম: নগরীতে বিজয় দিবসের সকালে গ্রেফতার হওয়া ইসলামী ছাত্রশিবিরের  ২১ কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

রোববার (৩১ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরান খান এই আদেশ দিয়েছেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলানিউজকে বলেন, কোতয়ালী থানায় দায়ের হওয়া সন্ত্রাস দমন আইনের মামলায় তদন্তকারী কর্মকর্তা সাতদিনের রিমান্ড চেয়েছিলেন।

  আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গত ১৬ ডিসেম্বর সকালে নগরীর লালদিঘী মাঠ এলাকায় বিজয় মিছিল করার জন্য ছাত্রশিবিরের নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন।

  এসময় পুলিশ ধাওয়া দিয়ে ২১ জনকে আটক করে।

তাদের বিরুদ্ধে নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে কোতয়ালী থানায় মামলা দায়ের হয়।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।