ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম কেন্দ্রগুলোতে যাচ্ছে ভোটগ্রহণের সরঞ্জাম। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ভোটগ্রহণের সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। শনিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়।

এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম থেকে নগরের ৬টি আসনের কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তারা প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিজ নিজ কেন্দ্রে রওয়ানা হয়েছেন।

কেন্দ্রগুলোতে যাচ্ছে ভোটগ্রহণের সরঞ্জাম।                     <div class=

ছবি: উজ্জ্বল ধর" src="https://www.banglanews24.com/media/imgAll/2018October25/bg/Bg-vote320181229113010.jpg" style="margin:1px; width:100%" />শুরুতে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনের ১ হাজার ৮৪০টি ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বিতরণ করা হয়।

এছাড়া জেলার ১০টি সংসদীয় আসনের ভোটগ্রহণের সরঞ্জাম উপজেলা নির্বাচন অফিস থেকে বিতরণ শুরু হয়েছে।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বাংলানিউজকে বলেন, ভোটের সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। বিকাল নাগাদ সেগুলো প্রতিটি কেন্দ্রে পৌঁছে যাবে। ওইসব মালামাল নিরাপত্তার মধ্যে রাখতে নির্দেশনা দেয়া হয়েছে।

কেন্দ্রগুলোতে যাচ্ছে ভোটগ্রহণের সরঞ্জাম।  ছবি: উজ্জ্বল ধরজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোট গ্রহণের জন্য ফরম, স্টেশনারী, ব্যালট পেপার, বক্সসহ অর্ধশতাধিক নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল আটটায় শুরু হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।  চট্টগ্রামে ৫৬ লাখের বেশি ভোটার নির্বাচনে ভোট দেবেন। বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
এসইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।