ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ফজলে করিম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ফজলে করিম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান ফজলে করিম

চট্টগ্রাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাউজান থেকে নির্বাচিত সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।

সোমবার (৩১ ডিসেম্বর) সকালে গণভবনে তিনি প্রধানমন্ত্রীর হাতে ফুল দিয়ে অভিনন্দন জানান।  

এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা এবং প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল উপস্থিত ছিলেন।

ফজলে করিম চৌধুরী বাংলানিউজকে বলেন, বঙ্গবন্ধু কন্যার কাছে দোয়া চেয়েছি। তিনি খুবই খুশি হয়েছেন।

গত ১০ বছরে সরকারের ধারাবাহিক উন্নয়নের প্রতিফলন ঘটেছে নির্বাচনে।   

রোববার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হয়। এতে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।