শনিবার (৫ জানুয়ারি) নগরের জামালখানের সিআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে ২০১৯ সালের স্প্রিং সেমিস্টারের ভর্তি পরীক্ষা। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলবে সাড়ে ১১টা পর্যন্ত।
বর্তমানে সিআইইউতে বিজনেস স্কুল, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ও স্কুল অব ল প্রোগ্রামের অধীনে রয়েছে একাধিক সাবজেক্ট।
কর্তৃপক্ষ জানায়, যেসব শিক্ষার্থী এসএসসি, এইচএসসি ও সমমানের দুই পরীক্ষায় ভালো ফলাফল করেছে কিংবা যারা ভর্তির পর সেমিস্টারগুলোতে ভালো ফলাফল করবে তাদের জন্য সিআইইউতে রয়েছে একাধিক স্কলারশীপ। রয়েছে পড়ালেখার পাশাপাশি ক্যাম্পাস জবের দারুণ সুযোগ। মানে যেখানে পড়ালেখা সেখানেই চাকরি!
বিস্তারিত তথ্যের জন্য ভর্তিচ্ছুদের সিআইইউ ক্যাম্পাস, মিনহাজ কমপ্লেক্স, ১২ জামাল খান রোড, চট্টগ্রাম-এই ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
যারা মুঠোফোনে আগ্রহী তারা ডায়াল করতে পারেন ০১৯৪৬-৯৭৩৭৭৮-এই নম্বরে।
এদিকে সিআইইউর স্থায়ী ক্যাম্পাস নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের ভেতর চলছে নানা জল্পনা-কল্পনা। কেমন হচ্ছে নতুন ক্যাম্পাস, সেখানে কেমন হবে তারুণ্যমুখর আড্ডা কিংবা কতোখানি এগিয়ে যাবে গবেষণা কার্যক্রম? প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নিয়ে এমন হাজারও কৌতুহল এখন সবার মনে।
জানতে চাইলে উপাচার্য প্রফেসর ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, নতুন স্থায়ী ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এখানে গুণগত মানের পড়ালেখা নিশ্চিত করার পাশাপাশি ভালো গবেষক সৃষ্টির জন্যও নেওয়া হচ্ছে নানা উদ্যোগ।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
এমআর/টিসি