বৃহস্পতিবার (৩ জানুয়ারি) অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলমের আদালত এ আদেশ দেন বলে বাংলানিউজকে জানান চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক বিজন কুমার বড়ুয়া।
তিনি বলেন, আসলাম চৌধুরী ও আ ন ম শামসুল ইসলামকে আদালতে হাজির করে হাটহাজারী থানায় নাশকতার অভিযোগে দায়ের হওয়া তিনটি মামলায় সাত দিন করে রিমান্ড আবেদন করে পু্লিশ।
আসলাম চৌধুরী বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও আ ন ম শামসুল ইসলাম যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হয়ে নিবন্ধন বাতিল হওয়া দল জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
এসকে/টিসি