চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা ট্রেন ও বাসে আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছেন। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামীলীগ থেকে ১ হাজার ৬২০ জন ডেলিগেট ও ৪৪৫জন কাউন্সিলর যোগ দিচ্ছেন বলে জানা গেছে।
নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মেয়র আ জ ম নাছির উদ্দীন জানান, জাতীয় কাউন্সিলে মহানগর থেকে ২২০জন কাউন্সিলর এবং ২২০জন ডেলিগেট অংশ নিচ্ছেন। কাউন্সিলর-ডেলিগেটরা ২০ ডিসেম্বর ভোর ৬টায় জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে ১২টি এসি বাসে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।
উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম জানান, জাতীয় কাউন্সিলে উত্তর জেলা থেকে ৭০০জন ডেলিগেট ও ১১৭জন কাউন্সিলর যোগ দেবেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্রত্যেক উপজেলা থেকে বাসযোগে কাউন্সিলর ও ডেলিগেটরা ঢাকার উদ্দেশে যাত্রা করছেন।
দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, দক্ষিণ জেলা থেকে ৭০০জন ডেলিগেট ও ১০৮জন কাউন্সিলর অংশগ্রহণ করবেন। আজ (বৃহস্পতিবার) রাত ১১টায় তূর্ণা-নিশীথায় এবং অনেকে বাস ও মাইক্রোযোগে সম্মেলনে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এসি/টিসি