ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাধ্যের মধ্যে শীতের সবজি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
সাধ্যের মধ্যে শীতের সবজি সাধ্যের মধ্যে শীতের সবজি

চট্টগ্রাম: বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, তাই দামও অনেকটা কমেছে। বিভিন্ন উপজেলা থেকে আসছে সবজি। রেয়াজউদ্দিন বাজারের আড়তদাররা জানিয়েছেন, চন্দনাইশের দোহাজারী, রাউজান, রাঙ্গুনীয়া, ফটিকছড়ি, সীতাকুণ্ড, পটিয়া থেকে এসব সবজি আসছে।

বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি প্রতি কেজি ৪০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, মুলা ৩০ টাকা, শিম ৪০ টাকা, শিমের বিচি ৮০ টাকা, বেগুন ৪৫-৫০ টাকা, শসা ৩০ টাকা, বরবটি ৪০ টাকা, ঝিঙা ৪০ টাকা, তিতকরলা ৫০ টাকা, ঢেঁড়শ ৪০ টাকা, টমেটো ৬০ টাকা, লাউ ৩০ টাকা, গাজর ৩০-৩৫ টাকা, মিষ্টি কুমড়া ৩০-৩৫ টাকা, নতুন আলু ৩০ টাকা, শালগম ৪০ টাকা, গাজর ৪০ টাকা, কাঁচামরিচ ৪০-৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) খুচরা দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ টাকায়।

অপরদিকে দাম বেড়েছে ভোজ্যতেলের। এক লিটার খোলা সয়াবিন ৮৬-৯০ টাকা, পাম সুপার তেল ৭৫-৭৮ টাকা, ৫ লিটার সয়াবিন তেলের বোতল কোম্পানিভেদে ৫০০-৫৩০ টাকা নেওয়া হচ্ছে।
আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় এবং ডলারের মূল্যবৃদ্ধির কারণে দাম বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এদিকে শীতের প্রকোপে বাজারে মাছের দাম বেড়েছে। তেলাপিয়া ১৫০-১৮০ টাকা, কাতাল ৩০০ টাকা, রুই ২২০ টাকা, রূপচাঁদা ৬৫০ টাকা, লাল কোরাল ৪৫০ টাকা, কৈ ৩৫০ টাকা, পাঙ্গাস ১৩০ টাকা, চিংড়ি ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তবে অপরিবর্তিত আছে ব্রয়লার মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১১৫ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৪০-২৫০ টাকা দরে। প্রতিকেজি গরুর মাংস ৭০০ টাকা ও খাসির মাংস ৭৫০ টাকায় বিকিকিনি চলছে।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।