ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সৌদিয়া বাস-লেগুনা সংঘর্ষ, চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
সৌদিয়া বাস-লেগুনা সংঘর্ষ, চালক নিহত দুর্ঘটনাকবলিত সৌদিয়া বাস-লেগুনা।

চট্টগ্রাম: পটিয়ার কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকায় সৌদিয়া পরিবহনের বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।

শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে শিকলবাহা ক্রসিং মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল উদ্দিন (৩০) লক্ষ্মীপুর জেলার রামগতি চরলরেশ এলাকার শাহ আলমের ছেলে।

তিনি নতুন ব্রিজ থেকে পটিয়া রুটে চলাচল করা লেগুনার চালক বলে জানিয়েছে পুলিশ।

আহতরা হলেন- সাইফুল, ইশান, তুষার, ঝুমুর, মাইনুল ও বাদশা মিয়া।

আহতরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন বলে বাংলানিউজকে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।

এএসআই শীলব্রত বড়ুয়া বাংলানিউজকে বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত জামাল উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।