ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইপিজেডে গৃহবধূর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
ইপিজেডে গৃহবধূর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম: নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকা থেকে জেসমিন আক্তার (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে বন্দরটিলার বক্সআলী মুন্সি রোডের মুন্সী বাড়ি এলাকার একটি বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জেসমিনের স্বামী আব্দুর রাজ্জাককে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন ইপিজেড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওসমান গণি।

তিনি বাংলানিউজকে বলেন, দুইজনেরই এটি ছিল দ্বিতীয় বিয়ে। তবে জেসমিনের বর্তমান স্বামী রাজ্জাক প্রথম বিয়ের কথা গোপন রেখেছিল।

এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। প্রাথমিকভাবে নিশ্চিত যে জেসমিনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

আটক জেসমিনের স্বামী রাজ্জাককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসমান গণি।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।