ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গণধর্ষণে অভিযুক্ত আসামি অস্ত্রসহ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
গণধর্ষণে অভিযুক্ত আসামি অস্ত্রসহ গ্রেফতার গ্রেফতার আসামি ও উদ্ধার হওয়া অস্ত্র

চট্টগ্রাম: বাঁশখালীতে গণধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত প্রধান আসামি জসিম উদ্দিন প্রকাশ পুতুইয়া ডাকাতকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সে বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকার মো. কালুর ছেলে।

রোববার (২২ ডিসেম্বর) সকালে বাঁশখালীর চাম্বল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল।

গ্রেফতার জসিমের কাছ থেকে একটি একনলা বন্দুক ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বাংলানিউজকে জানান, ২০১৮ সালের ১৯ আগস্ট বাঁশখালীর চাম্বল এলাকায় এক কিশোরী গণধর্ষণের শিকার হয়। গণধর্ষণের মূলহোতা ও এজাহারে প্রধান অভিযুক্ত ছিল জসিম উদ্দিন প্রকাশ পুতুইয়া ডাকাত।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।