রোববার (২২ ডিসেম্বর) সকালে বাঁশখালীর চাম্বল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল।
গ্রেফতার জসিমের কাছ থেকে একটি একনলা বন্দুক ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বাংলানিউজকে জানান, ২০১৮ সালের ১৯ আগস্ট বাঁশখালীর চাম্বল এলাকায় এক কিশোরী গণধর্ষণের শিকার হয়। গণধর্ষণের মূলহোতা ও এজাহারে প্রধান অভিযুক্ত ছিল জসিম উদ্দিন প্রকাশ পুতুইয়া ডাকাত।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এসকে/এসি/টিসি