ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সবজির সরবরাহ বেড়েছে, দামও নাগালে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
সবজির সরবরাহ বেড়েছে, দামও নাগালে সবজির সরবরাহ বেড়েছে।

চট্টগ্রাম: নগরের রেয়াজউদ্দিন বাজারের সবজির আড়তে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে আসছে ট্রাকবোঝাই সবজি। তাই দামও এসেছে ক্রেতাদের নাগালের মধ্যে। এছাড়া মাছ ও নিত্যপণ্য পেঁয়াজের দাম কিছুটা কমেছে।

কাঁচাবাজারে ফুলকপি প্রতিকেজি ৪০-৫০ টাকা, বাঁধাকপি ৩০-৪০ টাকা, মুলা ২৫-৩০ টাকা, শিম ৩০-৪০ টাকা, দেশি বেগুন ৫০ টাকা, বড় জাতের বেগুন ৪০ টাকা, টমেটো ৪০-৫০ টাকা, গাজর ৪০-৫০ টাকা, চিচিঙ্গা ৩৫-৪০ টাকা, শসা ২৫-৩০ টাকা, বরবটি ৩৫-৪০ টাকা, ঝিঙা ৩০ টাকা, তিতকরলা ৪০ টাকা, ঢেঁড়শ ৩০ টাকা, লাউ ৩৫-৪০ টাকা, শালগম ৪০ টাকা, নতুন আলু ৩০ টাকা, কাঁচামরিচ ৪০-৪৫ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লালশাক, পালংশাক ও মুলাশাক এক আঁটি ১৫-২৫ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারে সামুদ্রিক মাছের মধ্যে রূপচাঁদা ৬২০ টাকা, লাল কোরাল ৪০০ টাকা, চিংড়ি ৪০০-৬০০ টাকা, পুকুরের কৈ ৩৫০ টাকা, পাঙ্গাস ১১০-১২০ টাকা, সরপুটি ২৫০-৩০০ থেকে টাকা, দেশি রুই মাছ ২২০-২৫০ টাকা, কাতাল ২০০-২২০ টাকা, তেলাপিয়া ১৩০-১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

স্থিতিশীল মাছের বাজার।                                             <div class=

" src="https://www.banglanews24.com/media/imgAll/2019December/bg/Bg-88820191227120306.jpg" style="margin:1px; width:100%" />তবে বেড়েছে ব্রয়লার, লেয়ার ও দেশি মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১২৫ টাকা, পাকিস্তানি মুরগি ২৪০ টাকা, সোনালী ২৫০-২৬০ টাকায় বিক্রি হচ্ছে। অপরিবর্তিত আছে গরু ও খাসির মাংসের দাম। প্রতিকেজি গরুর মাংস ৬৫০-৭০০ টাকা, খাসির মাংস ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। ফার্মের ডিম পাইকারিতে প্রতি ডজন ৯০-৯৫ টাকা, খুচরায় ১০০-১০৫ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে বিশ্ববাজারে চিনির দাম বেড়ে যাওয়ায় পেঁয়াজের মতো চিনির সংকট তৈরি হতে পারে বলে আশংকা করছেন ব্যবসায়ীরা। চিনি আমদানিকারক প্রতিষ্ঠানগুলো প্রতি কেজি চিনিতে ৪-৬ টাকা দাম বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। এর প্রভাব বাজারে পড়তে পারে। প্রতি কেজি আমদানিকৃত চিনি খুচরায় বিক্রি হচ্ছে ৬৫ টাকা।

খুচরা বাজারে এখন দেশি পেঁয়াজ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। মিয়ানমারের পেঁয়াজ ১৩০-১৪০ টাকা, পাকিস্তানি ১২০ টাকা, মিশরের পেঁয়াজ ৮০-৯০ টাকা ও তুরস্কের পেঁয়াজ ৪৫-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রসুন বিক্রি হচ্ছে ১১০ টাকায়।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।