নিখোঁজ হওয়ার ৬০ ঘন্টা পর শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টায় নুর আহমদ মাঝির মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।
কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে শাহ আমানত সেতুর নীচে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন কোস্টগার্ড সদস্যরা।
নুর আহমদ কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আবুলের পুত্র।
গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাঝি নূর আহমদ যাত্রী নামিয়ে ফেরার সময় তার সাম্পানকে সদরঘাট থানার নগরপ্রান্তের বাংলাবাজার ঘাটের সফি হাজির ঘাট এলাকায় বেপরোয়া গতির এমভি ওয়াটার কিং নামের একটি লাইটার জাহাজ সজোরে ধাক্কা দেয়।
ঘটনার পর তাকে উদ্ধারে অভিযান চালায় কোস্টগার্ড, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বাংলানিউজকে বলেন, শুক্রবার সকাল ৮টায় কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে শাহ আমানত সেতুর নীচে ভাসমান অবস্থায় নিখোঁজ মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এসকে/এসি/টিসি