ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবি নৌবাহিনীর জাহাজ শৈবালে চট্টগ্রাম আনা হয় উদ্ধারকারী নাবিকদের

চট্টগ্রাম: বঙ্গোপসাগরে ২৩ জনসহ একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই এলএনজিবাহী জাহাজ ও ফিশিং ট্রলার সী পাওয়ার ১২ জনকে জীবিত উদ্ধার করে। ফিশিং ট্রলারটিতে থাকা ১১ জন নিখোঁজ রয়েছে বলে জানা যায়।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গভীর সমুদ্রে কক্সবাজার থেকে ৩৫ নটিক্যাল মাইল পশ্চিমে ফিশিং ট্রলার রাঙা চোখা ডুবির ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে অভিযানে নামে নৌবাহিনীর জাহাজ অপরাজেয় ও কোস্টগার্ডের জাহাজ সৈয়দ নজরুল।

কোস্টগার্ডের জাহাজ সৈয়দ নজরুল একজনের মরদেহ উদ্ধার করেছে বলে বাংলানিউজকে জানান কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম।

লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া একজনের মরদেহ কোস্টগার্ড হেফাজতে রয়েছে।

নিখোঁজ বাকি ১০ জনকে উদ্ধারে অভিযান চলছে।

নৌবাহিনীর জাহাজ শৈবালে চট্টগ্রাম আনা হয় উদ্ধারকারী নাবিকদেরসর্বশেষ নৌবাহিনী সূত্রে জানা যায়, কক্সবাজারের মাতারবাড়িতে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার করা ১২ জন নাবিককে ১৫ নম্বর ঘাটের নেভাল বার্থে নিয়ে আসে নৌবাহিনী জাহাজ শৈবাল। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে নৌবাহিনী জাহাজ অপরাজেয়, নির্ভয় ও সমুদ্র অভিযান।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, আপডেট ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।