ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৪ গুণীকে সংবর্ধনা দেবে কদলপুর স্কুল প্রাক্তন ছাত্র সমিতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
৪ গুণীকে সংবর্ধনা দেবে কদলপুর স্কুল প্রাক্তন ছাত্র সমিতি বক্তব্য দেন সাংবাদিক মোহাম্মদ আলী

চট্টগ্রাম: রাউজানের চার গুণীজনকে সংবর্ধনা দেবে কদলপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাক্তন ছাত্র সমিতি।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে কদলপুর স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত সংগঠটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চার গুণী ব্যক্তি হলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মাদ মুনীর চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ মোহসিন চৌধুরী, অগ্রণী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) নিজাম উদ্দীন আহম্মেদ চৌধুরী ও চট্টগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোজাহিদুল ইসলাম চৌধুরী।

কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তছলিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সমিতির উপদেষ্টা সাংবাদিক মোহাম্মদ আলী, মাস্টার মো. জসীম উদ্দিন চৌধুরী, মো. মুজিবর রহমান, এসএম হান্নান উদ্দিন।

প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি বিশ্বজিত ভট্টাচার্য্যের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. ফরহাদুর রহমান চৌধুরী, মো. সেলিম উদ্দিন, মো. ওসমান চৌধুরী, মোহাম্মদ ইদ্রিচ, ছৈয়দ মোহাম্মদ মকছুদুল আলম, মুহাম্মদ আরমান চৌধুরী, মঈনুদ্দিন চৌধুরী, পংকজ ভট্টাচার্য্য, মো. আজগর আলী আরজু, মো. হাসান উদ্দীন চৌধুরী, মো. রাজা মিয়া সিকদার, মো. সাইফুল্লাহ আনছারী, মো. আজগর আলী চৌধুরী প্রমুখ।

পরে সভায় সাংবাদিক মোহাম্মদ আলীকে আহ্বায়ক ও মো. সাইফুল্লাহ আনছারীকে সদস্যসচিব করে সংবর্ধনা উপ-কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ডিসেম্বর, ২৭, ২০১৯
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।